বাংলা ফটো নিউজ : সাভারের হেমায়েতপুর ও তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় আজ সোমবার (২১ মে) পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে সকালে রাস্তা পাড় হওয়ার সময় একটি দ্রুত গতির ট্রাক উত্তম কুমার দেবনাথকে (৩৫) ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় জামাল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত উত্তম কুমার দেবনাথ মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মন্ডব এলাকার কৃষ্ণ কুমার দেবনাথের ছেলে। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপার) হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।
অপর ঘটনাটি ঘটে দুপুরে হেমায়েতপুর সিংগাইর সড়কের সাভারের তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজের সামনে ট্রাক চাপায় অটোরিকসা চালক আব্বাস (৪০) নিহত হয়েছে। পরে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।