বাংলা ফটো নিউজ : প্রায় ১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে মাঠে নেমে খুব খারাপ করেনি অ্যান্ড্রু ওর্ডের বাংলাদেশ। লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ ড্র করেছে ২-২ গোলে। খেলার একটি বড় অংশ ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ সময়ের কারিশমায় ম্যাচটি ২-২ গোলে শেষ করেছে বাংলাদেশ। দুটি বাজে গোল হজম আফসোসটা বরং বাড়াচ্ছেই। প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারলে আন্তর্জাতিক ফুটবলে ফেরার এই ম্যাচটি আরও স্মরণীয় হয়ে থাকতে পারত। বাংলাদেশের পক্ষে দুটি গোলই জাফর ইকবালের।
বিরতির আগেই দুই গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। লাওসের প্রথম গোলটির জন্য দায়ী ডিফেন্ডার মামুন মিয়া। ‘শিশুতোষ’ গোল খাওয়ার যে বদনাম বাংলাদেশ ফুটবল দলের আছে, সেটি থেকে আজও বেরিয়ে আসতে পারেনি দল। দ্বিতীয় গোলটিও মাসুক মিয়া জনির উপহার দেওয়া পেনাল্টির মাধ্যমে।
২-০ গোলে পিছিয়ে পড়া মানে ম্যাচ প্রায় শেষ। কিন্তু বাংলাদেশ ম্যাচে ফিরেছে দারুণভাবেই। লাওসকে পাল্টা আক্রমণে দিশেহারা করে শেষ পর্যন্ত সফল বাংলাদেশের ফরোয়ার্ড লাইন। খেলার একেবারে শেষভাগে এসে দুটি গোল ফিরিয়ে দেন অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে দুর্দান্ত খেলা জাফর ইকবাল।
শেষ কবে কোনো আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ এভাবে ফিরেছে—এটা ফুটবলপ্রেমীরা হয়তো ভুলেই গেছেন।