1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 26, 2024, 1:57 am

‘সমঝোতার আগে নির্বাচন নয়’

  • আপডেট টাইম : Sunday, August 19, 2018
  • 143

বাংলা ফটো নিউজ : আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমঝোতায় আসার পরই নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার (১৮ আগস্ট ২০১৮) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘কোন মানুষের ইচ্ছার প্রতিফলন যদি না থাকে তবে সেটা কোন নির্বাচন নয়। সেই নির্বাচন হতে হলে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও অন্যান্য বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। অন্যান্য ন্যায্য দাবি মানতে হবে, আলোচনা করতে হবে। আর তারপরেই নির্বাচনী শিডিউল ঘোষণা, তারপরেই নির্বাচন। এর আগে কোন কিছু করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার জন্য দায়ী থাকবেন তারাই।’

এসময় তিনি আরো বলেন, ‘কীভাবে কী পরিস্থিতিতে এই এক-এগারো হয়, এটা তো তাদের জানাই আছে। অতএব আগে থেকে কেউ যদি গন্ধ পায়, সেটা তো তাদেরই পাওয়ার কথা। আর কারো পাওয়ার কথা না। আমরা যেমন পাচ্ছি না।’

‘এক-এগারোর মতো সরকার আমরা পছন্দ করি না। আমরা নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেখানে জনগণ নিশ্চিন্তে ভোট দিতে পারবে এবং তারা যাকে ভোট দিবে সে বিজয়ী হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews