বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (৪ আগস্ট) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়া সদর থানাধীন কালীতলা কাঠনাথপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে শাফায়েত (৪২) ও নীলফামারী সদর থানাধীন লতিফচাপড়া গ্রামের আহিদুল ইসলামের ছেলে রুবেল (৩০)।
পুলিশ জানায়, রাতে বিশমাইল এলাকায় ব্যাটারিচালিত ভ্যান থামিয়ে মোটরসাইকেল আরোহী সাফায়েত ও রুবেল পুলিশ পরিচয় দিয়ে ভ্যানচালকের কাছে টাকা দাবি করে। এসময় সন্দেহ হলে টহলে থাকা সাভার হাইওয়ে পুলিশকে বিষয়টি জানান ওই ভ্যানচালক। পরে হাইওয়ে পুলিশ তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ কাছে হস্তান্তর করে।
তাদের কাছ থেকে পাঁচটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো আবু সাঈদ বলেন, হাইওয়ে পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা তাদের আটক করি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।