বাংলা ফটো নিউজ : ব্যবসায় বিশেষ অবদান রাখায় জয়যাত্রা ফাউন্ডেশন, জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান সিষ্টার হেলেনা জাহাঙ্গীর (সিআইপি) এবং জয়যাত্রা টেলিভিশনের আন্তর্জতিক প্রতিনিধি ও জয়যাত্রা ফাউন্ডেশনের আন্তর্জািতিক কো-অডিনেটর এমজি হাজারী পেলেন আন্তর্জাতিক এ্যাওয়ার্ড ২০২০।
সিষ্টার হেলেনা জাহাঙ্গীর (সিআইপি) বলেন, প্রথমবারের মত আন্তর্জাতিক এওয়ার্ড পেলাম। আমার এই সন্মান বাংলাদেশের সকল জনগণের। মালেয়েশিয়া কুয়ালালামপুর হোটেল শেরাটনে IBD summit 2020 ইন্টারন্যাশনাল বিজনেস ডেলিগেশন সামিট ২০২০।
বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ থেকে আমরা দুই ভাইবোন পেয়েছি আলহামদুলিল্লাহ।এমজি হাজারি ভাই এবং আমি। তবে মোট এওয়ার্ড ছিল ৪ টা তার মধ্যে বাংলাদেশই দুইটা নিয়ে এসেছি। বাকি দুইটা পেয়েছেন জাপান ও কাতার।