বাংলা ফটো নিউজ : সাভারে একটি যাত্রীবাহী টলারে ডাকাতির ঘটনায় খলিল শেখ (৩৫) নামে এক ডাকাতকে আটক করে নৌ থানা পুলিশ। ঘটনাটি রোববার সন্ধ্যা রাতে আমিন বাজার বড়দেশী এলাকার তুরাগ নদীতে ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের আমিন বাজারের বড়দেশী এলাকার তুরাগ নদীতে চলাচলরত একটি যাত্রীবাহী টলারে ডাকাতি সংঘঠিত হয় । এসময় ডাকাতরা লুট করে নেয় নগদ ১লক্ষ টাকা ও কয়েকটি মোবাইল ফোন।
ডাকাতির ঘটনাটি তাতক্ষনিক ভাবে ওই এলাকায় টহলরত নৌ থানা পুলিশের এসআই হাসান ও তার দলকে জানালে তারা ডাকাতদলকে সনাক্ত করে ধাওয়া করে। পরে এক পর্যায়ে পুলিশ ডাকাতদলের এক সদস্যকে আটক করতে সক্ষম হলেও অন্য সদস্যরা পালিয়ে যায়।
তবে আটক খলিল শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে নৌকা ও টলার ছাড়াও নদীর তীরবর্তী বিভিন্ন বাড়িতে ডাকাতি করে নৌকাযোগে পালিয়ে যাওয়ার একাধিক অভিযোগ থাকার কথাও জানিয়েছেন আমিন বাজার নৌ থানা পুলিশ।