বাংলা ফটো নিউজ : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামের পিকনিক স্পট নাহার গার্ডেনে আগতদের সাথে স্থানীয়দের সংঘর্ষ চলছে। এ ঘটনায় স্থানীয়রা পিটিয়ে আহত করেছেন আগতদের অন্তত ১০ জন। এছাড়াও প্রায় ১ ঘণ্টা ধরে আগতরা অবরুদ্ধ থাকালেও কোন ব্যবস্থা নিচ্ছেন না সাটুরিয়া থানা পুলিশ ও গার্ডেন কর্তৃপক্ষ এমন অভিযোগ আগতদের। তবে সংঘর্ষের কারন জানতে চাইলে মুটোফোনে আগতদের একজন জানান সাউন্ড সিস্টেমের স্থানীয় একটি প্রতিষ্ঠানের এক অপারেটরের অসৌজন্য মুলক আচরণের প্রতিবাদ করায় স্থানীয় ২৫-৩০জন গার্ডেনের ভিতরে প্রবেশ করে হামলা চালায় আগতদের উপর।
