বাাংলা ফটো নিউজ : সাভারের নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল আমদানী নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিৎ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, ঢাকার মুন্সিগঞ্জ জেলার মোঃ সাইফুল ইসলাম (২৫) ও মোঃ রিপন মিয়া (৩৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব-৪ এর একটি দল সাভারের নবীনগর বাস স্টান্ডে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার আটক করে। পরে তল্লাশী চালিয়ে প্রাইভেট কারটির ভিতর লুকানো অবস্থায় মোট ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় প্রাইভেট কারে থাকা দুই মাদক ব্যবসায়ীকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা র্যাবের কাছে স্বীকার করেছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।