বাংলা ফটো নিউজ : জনপ্রতি সাত লাখ করে ঋণ দেওয়া হয়েছে ধামরাইয়ে একশ কৃষককে। বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া কৃষি ব্যাংকের আয়োজনে এ ঋণ বিতরণ করা হয়।
বালিয়া কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিকেবি’র যুগ্ম আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের বিকেবি মহা ব্যবস্থাপক মোহা. খালেকুজ্জামান, ঢাকা বিভাগীয় নীরিক্ষা কর্মকর্তা কাজী কাওসার আহমেদ, ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।
এসময় ঋণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন বালিয়া ইউনিয়নের বিভিন্ন কৃষক।
Leave a Reply