বাংলা ফটো নিউজ : নদীতে মাছের স্বল্পতা দেখা দেওয়ায় এবং উন্মুক্ত জলাশয়ে মাছ বৃদ্ধির জন্য সাভারের বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লায় বংশী নদীর মানুমিয়ার ঘাটে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বিভিন্ন জলাশয় ও পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে।
এ সময় সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি ও সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Leave a Reply