বাংলা ফটো নিউজ : সাভারে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের টেবিল টেনিস ফাইনাল খেলা ও পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে নারী ও পুরুষ উভয় বিভাগের ফাইনাল খেলা ও পদক বিতরণ অনুষ্ঠিত হয়।
এবারের টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে ৫৬ টি বিশ্ববিদ্যালয়ের ২৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানের গেস্ট অব অনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান। এছাড়াও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলার ক্রীড়াপ্রেমী তরুণদেরকে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদকমুক্ত শিক্ষাঙ্গন তৈরির লক্ষ্যে ২০১৯ সালে প্রথমবারের মত আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ।
Leave a Reply