বাংলা ফটো নিউজ : বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণ ও সমাপনী বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এসময় তিনি উপস্থিত সবার উদ্দেশে তার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে সেনাপ্রধান সেনা সদস্যদের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে ফায়ারিংয়ে সর্বোচ্চ দক্ষতা অর্জনের নির্দেশ দেন।
এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৭টি দলের অংশ গ্রহণে ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৫৫ পদাতিক ডিভিশন রানার্সআপ হয়। এছাড়াও প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশনের করপোরাল মো. হযরত আলী শ্রেষ্ঠ ফায়ারার এবং ২৪ পদাতিক ডিভিশনের সৈনিক আশিক হোসেন দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন।
এরপর দুপুরে সেনাপ্রধান আশুলিয়ার খেজুরটেক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত আস্থা নীড় প্রকল্পের ১৫টি ফ্ল্যাট হস্তান্তর করেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় দেশে ও জাতিসংঘ মিশনে সক্রিয় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী শহীদ সেনা সদস্যের পরিবারের মাঝে এসব ফ্ল্যাট হস্তান্তর করা হয়।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, যে বীরেরা আমাদের জন্য জীবন উৎসর্গ করে গেছেন, তাঁদের আমাদের মনে রাখতে হবে। যখন মানুষ ভালো কাজের প্রতিদান পাবেন, অবশ্যই তাঁরা ভালো কাজে উৎসাহিত হবেন। গুণীদের গুণগান না গাইলে গুণী তৈরি হয় না।
এরপর সেনাপ্রধান আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসি একাডেমিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সেন্ট্রাল ক্যাম্পিং-২০২৩–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে শ্রেষ্ঠ ক্যাডেট ও রেজিমেন্টের হাতে পুরস্কার তুলে দেন তিনি। গত ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া এ ক্যাম্পিংয়ে সেনা, নৌ ও বিমান শাখার মোট ৬০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের ড্রিল, অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন সামরিক ও অসামরিক বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
এসব অনুষ্ঠানে সাভার সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকসহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সাভার সেনানিবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply