বাংলা ফটো নিউজ : নানা কর্মসূচির মধ্য দিয়ে সাভার ও আশুলিয়ায় বাংলাদেশের স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সাভার উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
এসময় দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
Leave a Reply