বাংলা ফটো নিউজ : সাভারের বংশী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তার বয়স আনুমানিক ৩৫ বছর ধারণা করা হলেও তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি।
শুক্রবার (২৩ জুন) দুপুরে নামা বাজার এলাকার সাভার-ধামরাই সড়কসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সাভার নামা বাজার ব্রিজ থেকে বংশী নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে প্রথমে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে।তবে যুবকের পরিচয় এবং কি কারণে এ কাণ্ড ঘটিয়েছেন তা জানা যায়নি।
Leave a Reply