সাভারের হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় নকশাবহির্ভূত নির্মিত ও নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় ভবনগুলোর মালিকদের সতর্ক করা হয়।
বুধবার (৩০ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানটির নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার। এতে সাভার মডেল থানার পুলিশ সহযোগিতা করে। অভিযানকালে ওই এলাকার বেশ কয়েকটি ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, এই এলাকায় অনেক ভবন হচ্ছে। তারা রাজউকের অনুমোদন নিলেও তা না মেনে বিল্ডিং তৈরি করেছে, যার কারণে আমরা নকশাবহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছি। এছাড়া কয়েকটি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিছিন্নসহ কাজ বন্ধের নির্দেশও দেওয়া হয়।
একই সঙ্গে তাঁরা যেন নিয়ম মেনে ভবন নির্মাণ করেন, সে ব্যাপারে সচেতন হওয়ার নির্দেশ প্রদানও করা হচ্ছে।
এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার।
এ সময় রাজউকের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Leave a Reply