বাংলা ফটো নিউজ : বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই ‘শান্তি ও উন্নয়ন সমাবেশের’ আয়োজন করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীর প্রবেশপথ সাভারের আমিনবাজার এলাকায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
সমাবেশে যোগ দিতে সকাল থেকেই ঢাকার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এতে আরও বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা–২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা–২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ। সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
এদিকে আওয়ামী লীগের সমাবেশ ঘিরে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে নিয়োজিত রয়েছেন।
Leave a Reply