বাংলা ফটো নিউজ : আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে সাভারের সিএন্ডবি এলাকায় বিসিএস লাইভস্টক একাডেমির প্রধান ফটক ও ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর এবং বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নামফলক স্থাপন অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা ক্ষমতায় যাওয়ার জন্য দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে কিন্তু দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে এতে কোন সন্দেহ নেই বিদেশীদের কথায় বাংলাদেশ চলে না বলেও বলেন তিনি।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এবং মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.মোঃ এমদাদুল হক তালুকদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply