বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত পাঁচ জন।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার বেরণ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একদল শ্রমিক মুজরী বৃদ্ধির দাবিতে বেরণ এলাকায় বেশ কয়েকটি কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এসময় শ্রমিকরা রাস্তা বন্ধ করতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ জল-কামান ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply