বাংলা ফটো নিউজ : সাভারে প্রকাশ্যে ডিমের আড়তে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনি জানান, ১৫ অক্টোবর সাভার পৌরসভা এলাকার ছায়াবিথী আমতলা মোড়ে নুরুল ইসলাম রবিউল নামের এক ব্যবসায়ীর ডিমের আড়তে দুই ডাকাত প্রকাশ্যে অস্ত্রের মুখে ওই ব্যবসায়ী ও তার কর্মচারীকে জিম্মি করে ক্যাশ থেকে নগদ এক লক্ষ ৩৫ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়।
এ ডাকাতির ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরার ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে ওই ব্যবসায়ী সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। প্রায় তিন সপ্তাহ পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সুমন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।এসময় তার কাছ থেকে একটি চাইনিজ চাপাতিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সুমন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার রাধামার্কেট সাহেববাড়ী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তারা সংঘবদ্ধ একটি চক্র। তারা সুযোগ বুঝে বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্যও পেয়েছে পুলিশ।
দুপুরে গ্রেপ্তার সুমনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনার সাথে জড়িত অন্য আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, অতিরিক্তি পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্রা সাহাসহ ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
Leave a Reply