বাংলা ফটো নিউজ : সাভারে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ পুলক কুমার সরকার (৩২) নামে এক যুবককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আব্দুল্লাহ হিল কাফি এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে, রোববার দুপুর আড়াইটার দিকে আমিনবাজার গ্যাস ট্রান্সমিশন লিমিটেড (জিটিসিএল) এলাকা থেকে ওই যুবকে আটক করা হয়।
আটক পুলক কুমার সরকার পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা এলাকার রবীন্দ্রনাথ সরকারের ছেলে।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জানান, অবৈধ অস্ত্র নিয়ে এক যুবক আমিনবাজার গ্যাস ট্রান্সমিশন লিমিটেড (জিটিসিএল) এর সামনে অবস্থান করছে। এমন গোপন সংবাদের সত্যতা যাচাই করতে এসআই আসওয়াদুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করে। এ সময় তার কাছে থাকা বিদেশি একটি পিস্তল-ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় আসামি পুলক কুমার সরকারের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে দুপুরে ৫দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এ সময় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খানসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply