বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভা এলাকার কর্ণপাড়া খালের তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) এস. এম রাসেল ইসলাম নূ্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, কর্ণপাড়া খালের যে অংশ দখল করা হয়েছিল তা সীমানা নির্ধারণ করে বেশ কয়েকটি দোকান ও গোডাউন উচ্ছেদ করে খালের জমি উদ্ধার করা হয়।
এছাড়া অবৈধ দখল প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসএম রাসেল ইসলাম নূ্র।
অভিযানে এ সময় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply