বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় দ্রব্যমূল্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার বাইপাইল আড়তে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান।
এ সময় বিভিন্ন তরমুজ ও ডাবের আড়তে অভিযান পরিচালনা করে ক্রেতাদের সাধ্যের মধ্যে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ীদের তিনি নির্দেশ দেন।
এছাড়াও সেখানে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার আইনে দুইটি রেস্তোরাঁর মালিক প্রত্যেককে ৩৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় আরো এক মিষ্টি ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান।
Leave a Reply