বাংলা ফটো নিউজ : পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
রমজানের শিক্ষা ও তাৎপর্য নিয়ে আলোচনায় সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এ সময় সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা ও সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভিসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে মুনাজাতের মাধ্যমে সাভার উপজেলার সকল নাগরিকদের কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে রহমত কামনা করা হয় এবং বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর সুখ-শান্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
Leave a Reply