বাংলা ফটো নিউজ : অনুষ্ঠিত হয়ে গেল সাভারের আশুলিয়ায় একটি চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে শ্রমিক প্রতিনিধি নির্বাচন।
কঠোর নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকার্ড বাংলাদেশ লিমিটেডে এ শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি মালিকপক্ষ ও শ্রমিকদের মাঝে সুসম্পর্ক সৃষ্টি এবং শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠু কাজের পরিবেশ বজায় রাখতে এই ব্যতিকক্রমধর্মী নির্বাচনের আয়োজন করা হয়েছে।
ভোটগ্রহণ চলাকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন।
ভোট গ্রহণ শেষে রাতে বিজয়ীদের নাম ঘোষণা করবেন কারখানা কর্তৃপক্ষ।
Leave a Reply