বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র উদ্যোগে অংশীজনের অংশ গ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিআরডিবি’র কর্মসূচি পরিচালক (পদাবিক) মোরশেদ আলম।
এসময় শুদ্ধাচার, তথ্য অধিকার আইন, সিটিজেন চার্টার ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার কৌশল ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়।
বিআরডিবির ঢাকা জেলার উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হক মৃধার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিআরডিবি’র উপপরিচালক (জনসংযোগ ও সমম্বয়) মো: নুরুজ্জামান, বিআরডিবি’র ঢাকা জেলার উপ প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজ্জাদ হোসেন।
এছাড়া সভায় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও আইনজীবী প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
Leave a Reply