বাংলা ফটো নিউজ : সাভার-আশুলিয়ায় ঝুট বাণিজ্য নিয়ে যাতে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য বিএনপির নেতাকর্মীদের সর্তক করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণবিষয়ক সহসম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন স্থানে গার্মেন্টের জুট ব্যবসার নিয়ন্ত্রণ, জমি দখল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের পদ থেকে অপসারণসহ বিভিন্ন অভিযোগ আসছে। জমি দখলের প্রক্রিয়ায় একটি স্থানে কতিপয় ব্যক্তি আমার নামেও সাইন বোর্ড ঝুলিয়ে দখল করার চেষ্টা করেছিল। খবর পেয়ে আমি লোকজন পাঠিয়ে সেই অপচেষ্টা রোধ করি এবং সাইন বোর্ড অপসারণ করি। এ সব ঘটনা আমাদের দলীয় নেতাকর্মীরা কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এটা শুধু আমার কথা না, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের এ নির্দেশনা দিয়েছেন।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের প্রতিটির বিচার হবে। এসব ঘটনায় দায়ের করা মামলায় ঢালাও আসামি করার তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই প্রবণতা এমন পর্যায়ে গেছে, যেখানে ব্যক্তিগত রেষারেষির কারণে বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে। দেখা গেছে, বাদীর বাড়ি নাটোরে। থাকতেন সাভারে। কিন্তু হত্যা মামলায় সেখানকার জনপ্রতিনিধিদের আসামি করছেন। এটা তো হতে পারে না। আমরা জ্যেষ্ঠ নেতারা সাভার মডেল থানায় গিয়েছি। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। জানিয়েছি, রক্তের সম্পর্ক ছাড়া ভিন্ন পরিচয়ে কেউ যাতে বিশেষ কোনো উদ্দেশ্যে মামলা দায়ের করতে না পারে। কারণ, আওয়ামী লীগ যেভাবে মামলা-হামলার সংস্কৃতি চালু করেছিল, তা চলতে দেওয়া যায় না।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে অধিকতর সর্তকতা অবলম্বন করা হয়েছে জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আসছে দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীরা কয়েক স্তরে এমন নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখবে, যেমনটা অতীতে কখনো দেখা যায়নি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, পৌর বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট নাজিম উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আবদুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সহ অন্যান্যরা।
Leave a Reply