বাংলা ফটাে নিউজ : সাভারে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর সেলিম মিয়া ও তার সহযোগী ইমরানের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়ে রাজাশন মহল্লার শতাধিক ভুক্তভোগী পরিবার এ কর্মসূচী পালন করে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ভূমিদস্যু সেলিম মিয়া ও তার সহযোগী মিলে এলাকার মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদ করায় এলাকার নিরীহ সাধারণ মানুষের নামে হত্যা মামলা দিয়ে হয়রানি করছে যা মোটেও কাম্য নয়। এর থেকে পরিত্রান পেতে সাভার মডেল থানাকে অবহিত করলেও তারা কোন ব্যবস্হাই নিচ্ছেনা বলেও অভিযোগ করেন তারা। সরকারি রাস্তা পুনরুদ্ধারসহ অসহায় নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তারা বলেন অন্যত্থায় আগামীতে আরও কঠোর কর্মসূচীর মাধ্যমে দাবী আদায়ে বাধ্য করা হবে।
শাহজাহান মিয়া, মনা মিয়া, উম্মে স্নেহাসহ শতাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসময় ভূমিদস্যুদের বিচার সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন।
Leave a Reply