বাংলা ফটাে নিউজ : শ্রমিকদের কাজে যোগদানের অনুরোধ করে বিজিএমইএ এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, অলরেডি আমাদের দেশ থেকে ১০-১৫ পার্সেন্ট অর্ডার শিফট করেছে অন্য দেশে। বিজিএমইএর সভাপতি হিসেবে আমি সব মালিকের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাই, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সব বিভেদ ভুলে আপনারা সবাই সহযোগিতা করেন আমরা শনিবার থেকে যেন কাজে যোগ দেই।
এছাড়াও তিনি বলেন, এই ক্রান্তিকালে আমাদের ঘুরে দাঁড়ানোর সময়ে যারা গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করে দেশকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শুক্রবার বিকেলে শিল্পাঞ্চল আশুলিয়ায় চলমান নৈরাজ্য-বিশৃঙ্খলা থেকে গার্মেন্টশিল্পকে রক্ষায় শ্রমিক-জনতার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, হা-মীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহিল রাকিবসহ স্থানীয় কয়েক হাজার বাড়ির মালিক ও পোশাক কারখানার শ্রমিকরা।
Leave a Reply