বাংলা ফটো নিউজ : শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ায় বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে অধিকাংশই খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এসব কারখানায় বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির খবর পাওয়া যায়নি।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ ছাড়া শিল্পাঞ্চলে সেনা ও বিজিবি টহল অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে শিল্প পুলিশ।
এ দিকে কয়েকদিনের শ্রমিক অসন্তোষের জেড়ে কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আশুলিয়া থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। গত ৫ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে আশুলিয়া থানায় মামলাগুলো দায়ের করে কারখানা কর্তৃপক্ষ।
অপরদিকে সকাল থেকে সাভারের বিভিন্ন পোশাককারখানার সামনে শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পাহারা বসিয়েছে বিএনপি নেতাকর্মীরা।
Leave a Reply