বাংলা ফটাে নিউজ : টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে আজ থেকে শিল্পাঅঞ্চল আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা।
রোববার (২২ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে শ্রমিকরা স্ব স্ব শিল্প প্রতিষ্ঠানে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। এখন পর্যন্ত শিল্পাঞ্চল আশুলিয়ায় কোন শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ছোট বড় মিলিয়ে সকল তৈরি পোশাক কারখানায় উৎপাদন পুরোদমে চলছে।
এদিকে, শ্রমিক অসন্তোষ নিরসনে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। এসময় তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, পোশাক কারখানাগুলো আপনাদের তাই কোন ভাঙচুর বা অসন্তোষ করা যাবে না। সকলে মিলে গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এবিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বর্তমানে শিল্পাঅঞ্চলে শান্ত পরিবেশ বিরাজ করছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে।
Leave a Reply