1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
December 11, 2024, 2:26 am

বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের আকবর আহবায়ক, সাকিব সদস্য সচিব

  • আপডেট টাইম : Wednesday, September 25, 2024
  • 296

বাংলা ফটো নিউজ : ঢাকার ডি.এফ.পি’র মিলনায়তনে সোমবার বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। এ আহবায়ক কমিটি দ্রুত সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

এড. আমিনুল হক আকবরের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নিম্ন লিখিত সম্পাদকদের নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়। তারা হলেন এ্যাডভোকেট আমিনুল হক আকবর, দৈনিক আল-আযান (মানিকগঞ্জ) আহবায়ক, নাজমুস সাকিব, দৈনিক ফুলকি (সাভার) সদস্য সচিব, মিনহাজুল হক, দৈনিক পার্বতীপুর বার্তা (দিনাজপুর) সদস্য, এম.এ জলিল, দৈনিক আজকের জামালাপুর (জামালপুর) সদস্য, কাজী আনোয়ার কামাল, দৈনিক গ্রামীণ দর্পন (নরসিংদী) সদস্য, নুরউদ্দিন শফি, দৈনিক স্বতঃকণ্ঠ (পাবনা) সদস্য, মঞ্জুর রহমান মঞ্জু, দৈনিক সমতট বার্তা (বি-বাড়িয়া) সদস্য, মোখলেছুর রহমান, দৈনিক জননেত্র (নেত্রকোনা) সদস্য, আলহাজ শামছুল আলম, আজকের ময়মনসিংহ (ময়মনসিংহ) সদস্য, হাবিবুর রহমান, দৈনিক অর্জন (রংপুর) সদস্য, মাসুদুর রহমান মিলু, দৈনিক আখিরা (রংপুর) সদস্য, আবুল কালাম আজাদ, দৈনিক শাহনামা (বরিশাল) সদস্য, নিতিশ সাহা, দৈনিক শিরোনাম (কুমিল্লা) সদস্য, মোশারফ হোসেন, দৈনিক দ্বীপাঞ্চল (বরগুনা) সদস্য, শহিদুল ইসলাম পাইলট, দৈনিক রুদ্ধ বার্তা (শরিয়তপুর) সদস্য, আহাম্মেদ সিপার উদ্দিন, দৈনিক আল-চিশৎ (লক্ষীপুর) সদস্য, সাঈদ আলী আহাম্মেদ, দৈনিক ফরিদপুর (ফরিদপুর) সদস্য, মমিনুল হক মবিন, দৈনিক গ্রামের কাগজ (যশোর) সদস্য, আব্দুস সামাদ বাবু, দৈনিক ঘাঘট (গাইবান্ধা) সদস্য, আলহাজ শহিদুল ইসলাম, দৈনিক ঝিনাইদাহ্ বার্তা (ঝিনাইদাহ্) সদস্য, কাজী মাহবুবুল হক, দৈনিক নীলকথা (নীলফামারী) সদস্য, খান সরাফাত হোসেন, দৈনিক খেদমত (মাগুরা) সদস্য, আনোয়ার হোসেন, দৈনিক সাথী (পটুয়াখালী) সদস্য, আব্দুল হাই, দৈনিক চট্টগ্রাম মঞ্চ, (চট্টগ্রাম) সদস্য ও মকছুদ আহাম্মেদ, দৈনিক গিরিদর্পন, (রাঙ্গামাটি) সদস্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews