1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
February 12, 2025, 4:02 am

সাভারে সরকারি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

  • আপডেট টাইম : Sunday, February 13, 2022
  • 1869

বাংলা ফটো নিউজ : সাভারের ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নে দখল হয়ে যাওয়া ঐতিহ্যবাহী ভাকুর্তা ও যাদুরচর সরকারি খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই সরকারি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর। দীর্ঘদিন পরে হলেও খালটি পুনঃখনন কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

 

এলাকাবাসী জানায়, ভাকুর্তা ও যাদুরচর এলাকার ওই খালটি দখল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী সামান্য বৃষ্টিতে নানা দুর্ভোগ সহ জলাবদ্ধতায় ভুগছিলেন। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে খালটি আজ থেকে পুনঃখননের কাজ শুরু হলো। দীর্ঘ তিন’শ ফিটের এই খালটি পুনঃখননের কাজ শুরু হওয়ায় খালটির সৌন্দর্য ফিরে আসবে বলে মনে করেন এলাকাবাসী।

 

এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর বলেন, দেশরত্ন শেখ হাসিনা সরকারের নির্দেশনায় জনস্বার্থে পানির অবাধ প্রবাহ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার তেঁতুলঝোড়া ইউনিয়ন। নতুন করে কেউ খাল দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

খালটি পুনঃখননে এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নুরুল আমিন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম, তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য শাহ্ আলম, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ইউপি সদস্য ইয়াকুব আলী পলাশ, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews