বাংলা ফটো নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই সাভারে পুলিশের গুলিতে নিহত কলেজছাত্র সৈয়দ আসহাবুল ইয়ামিনের স্মরণে সাভারের পাকিজা মোড়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে শহীদ ইয়ামিনের বাবা মো. মহিউদ্দীনের উপস্থিতিতে স্মৃতিস্তম্ভটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার সামনের ইউটার্নকে শহীদ ইয়ামিন চত্বর ঘোষণা করা হয়।
এ সময় সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিয়া, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও তার সহপাঠীসহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই সাভারে মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র আসহাবুল ইয়ামিন প্রাণ হারান। গুলিবিদ্ধ হওয়ার পরও সাঁজোয়া গাড়ির ওপরে মুমূর্ষু ইয়ামিনকে ঘুরানো হয়, পরে জীবিত অবস্থাতেই সড়ক বিভাজকের উপর দিয়ে ফেলে দেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
Leave a Reply