বাংলা ফটো নিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চালক নিজের বাহন রক্ষায় পেছনে ঝুলে থেকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতের মুখেও লড়াই চালিয়ে যাচ্ছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওটি প্রথমে কক্সবাজারগামী যাত্রী নাজির উদ্দিন শাহ তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির সিএনজির ভেতরে থাকা দুই ব্যক্তি পর্যায়ক্রমে দরজা খুলে চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করছে। চালক পেছনে ঝুলে থেকে দিক পরিবর্তন করে আত্মরক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে ছিনতাইকারীদের একজন তাকে একটি মোবাইল ফোন ফেরত দেয়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, ভিডিওটি আমরা দেখেছি। ঘটনাস্থল শনাক্ত ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, মদনপুর সিএনজি স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অনুসন্ধান চালানো হয়েছে, তবে ছিনতাইকারী চক্র বা ব্যবহৃত অটোরিকশার কোনো তথ্য মেলেনি।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযোগ না আসলেও ভিডিওর ভিত্তিতে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply