বাংলা ফটো নিউজ : ঢাকার সাভার থানা এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন- সাভার পৌরসভার মজিদপুর ছোট বলি মেহের এলাকার মৃত জজ মিয়ার ছেলে শহিদ মিয়া (৪২) এবং একই এলাকার মৃত দেরু মিস্ত্রীর ছেলে লিটন (৪২)।
বুধবার (২২ অক্টোবর) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মজিদপুর এলাকায় এসআই জুয়েল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে দু’জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করছিল। দুজনেই পেশাদার মাদক কারবারি। বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে তারা ওই এলাকায় সরবরাহ করতো।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। এছাড়া তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মাদকের মামলা রয়েছে বলেও জানিয়েছেন ডিবির ওসি জালাল উদ্দিন।
Leave a Reply