বাংলা ফটো নিউজ : সাভারে প্রতিপক্ষের হামলায় পঞ্চাশোর্ধ্ব আবু সাঈদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বনগাঁও ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদকসহ অন্তত আটজন।
বুধবার (২২ অক্টোবর) রাতে বনগাঁও ইউনিয়নের বেরাইদ এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বিএনপি নেতা বাবুলের অবস্থা আশঙ্কাজনক। তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার রাত ১০টার দিকে স্থানীয় জাকির ও তার অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে আবু সাইদ, বাবুলসহ ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের ওপর হামলা করে। হামলায় আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইদকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply