বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ৮ রাউন্ড গোলাবারুদ, ২টি ম্যাগাজিন, ওয়াকিটকি, বেশ কিছু মাদকদ্রব্য এবং দেশীয় ধারালো অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরসহ উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামাদি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply