বাংলা ফটো নিউজ : যানজট নিরসনে সাভারের আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ জুলাই) সকালে ব্যস্ততম আশুলিয়া বাজারে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন। এসময় প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়া বাজার এলাকার বিভিন্ন রাস্তা দখল করে এক শ্রেণীর লোকজন দোকানপাট বসিযে ব্যবসা করে আসছিল। যার ফলে ব্যস্ততম এই বাজারের রাস্তায় সবসময় যানজট লেগেই থাকতো। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। সেই সাথে আশুলিয়া বাজারের বিভিন্ন স্থানে দখল হয়ে যাওয়া বিভিন্ন খাল উদ্ধার ও পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন পরে হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, আশুলিয়া বাজারের সড়কের পাশের জমি এবং খাল দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। অবৈধ ভাবে কেউ রাস্তা বা খাল দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মাদবর এবং আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply