বাংলা ফটো নিউজ : সারা দেশে বিশ লক্ষ বেকার যুবককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ছয় মাস মেয়াদী তিনটি ডিপ্লোমা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে যা অতীতে বিএনপি সরকার কখনোই করে নাই বলেও বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন ও শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহা পরিচালক একেএম শামিমুল হক সিদ্দিকীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply