বাংলা ফটো নিউজ : বর্তমানে বাংলাদেশে কোন খাদ্যের সংকট নেই এবং দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভবনাও নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল এলাকায় অমৃতপাল ভক্তের স্মৃতি স্বরণে ১৭৪ তম বাৎসরিক মহোৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসময় আরও বলেন, এবার আমন মৌসুমে সরকার ব্যাপক ধান মজুদ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারী ভাবে দশ লক্ষ মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে এবং রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া ও আর্জেন্টিনা থেকে সাত লক্ষ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।
এছাড়াও আগাম প্রস্ততি হিসেবে সরকার ১৭ লক্ষ মেট্রিক টন চাল মজুদ করেছে জানিয়ে তিনি আরও বলেন,বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে কিন্তু বিএনপি-জামায়াত সরকারের উন্নয়ন বাধা গ্রস্ত করতে নানা মুখী ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও বলেন তিনি।
এসময় ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, ধামরাই পৌর মেয়র গোলাম কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply