বাংলা ফটো নিউজ : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ইনফরমেশন টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট সামিট ২০২৩।
শনিবার (০৪ মার্চ) সকালে ইউনির্ভাসিটির কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন।
সাভারের খাগান এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ইউনিভার্সিটির আইটিএম বিভাগ।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক অ্যাফেয়ার্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল, রেজিস্ট্রার ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাদির বিন আলী, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ফখরে হোসেন।
টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক এ সময় কমিউনিকেশন স্কিলের উপর একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।
সেশনটিতে আয়মান সাদিক আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে ইফেক্টিভ কমিউনিকেশন দক্ষতার গুরুত্বের উপর জোর দেন। কীভাবে আরও আত্মবিশ্বাসের সাথে এবং বিশ্বাসযোগ্যভাবে কমিউনিকেট করা যায় এবং কীভাবে শ্রোতাদের কাছে বার্তাটি সামঞ্জস্য করা যায় সে সম্পর্কে টিপস এবং কৌশলগুলি শেয়ার করেন।
শেষে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী অতিথি ও মিডিয়া ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply