বাংলা ফটো নিউজ : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভারে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।
রোববার (৯ জুলাই) রাত ১০টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার পেছনে সুপার ক্লিনিক এলাকার একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনও কাউকে গ্রেপ্তার করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিনিক রাব্বি গ্যাংয়ের ৪ সদস্যকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে হৃদয় গ্যাংয়ের সদস্যরা। এসময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তবে আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকি আহতদের ছেড়ে দেয়া হয়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগের ভিত্তিতে এবং তদন্তসাপেক্ষে দোষিদের শাস্তির ব্যবস্থা করা হবে।
Leave a Reply