বাংলা ফটো নিউজ :’এই ব্যক্তি সমকামী। পুলিশ ভাই আমরা তাই মেরে ফেলেছি। ভাই ও অবৈধ কাজ করে…আমরা ইসলামের সৈনিক।’
নিজ কক্ষ থেকে এক শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহের পাশ থেকে এই লেখা সংবলিত একটি চিঠি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
রোববার (২০ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার ভাটপাড়ার নিজ বাড়ির কক্ষ থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই শিক্ষকের নাম গোলাম কিবরিয়া (৪৩)। সে সাভার পৌরসভার ভাটপাড়া এলাকার মৃত শুকুর মুন্সির ছেলে । তিনি সাভার রেডিও কলোনী মডেল স্কুলের সাবেক শিক্ষক। বর্তমানে নিজ বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের এক বন্ধু বলেন, নিহত গোলাম কিবরিয়া আমার বন্ধু। সে আগে স্কুলে শিক্ষকতা করতো। সমকামীতার অভিযোগে চাকরিচ্যুত হওয়ার পর থেকে বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়ায় সে। চার ভাইয়ের মধ্যে কিবরিয়া মেজো। কিবরিয়ার বাবা-মা অনেক আগেই মারা গেছে। তার স্ত্রীও অনেক দিন হলো তাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকেই কিবরিয়া একাই থাকতো তার এ বাড়িতে।
তিনি আরও বলেন, রোববার দুপুরে তাকে হাত-পা বেঁধে ঘরের ভিতর কে বা কারা মেরে ফেলে গেছে এটা শুনে আমি এসেছি। তবে কেন তাকে হত্যা করা হয়েছে সেটা জানি না। শুনেছি কিবরিয়ার লাশের পাশে একটা চিরকুট রেখে গেছে খুনিরা। সে সমকামিতা করে এই অপরাধে তাকে মারা হয়েছে। সেটা না কি খুনিরা ওই চিরকুটে লিখে গেছে।
তবে নিহতের পরিবারের দাবি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার জন্যই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খুন করে পালিয়ে গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তবে তদন্ত ও পোস্ট মর্টেম রিপোর্ট পেলে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন।
Leave a Reply