বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকার একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে নবীনগর-চন্দ্র মহাসড়কের টিএসসি পাম্প ও মাস্টার প্লাজার পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে বোতল কুড়াতে এসে ডোবায় ভাসমান লাশ দেখতে পেয়ে পাশের মাস্টার প্লাজার সিকিউরিটিকে জানায় এক টোকাই। পরে সিকিউরিটির পরামর্শে ওই টোকাই ৯৯৯ এ কল করে পুলিশকে জানায়।
এ সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply