বাংলা ফটো নিউজ : সাভারে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে মাইক্রোবাস ভাড়া করার সময় এক ভুয়া মেজর ও তার চালককে আটক করে আসল সেনাবাহিনীর হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতেই আটক দুই প্রতারককে সাভার মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি ভুয়া আইডিকার্ড জব্দ করা হয়েছে।
আটকরা হলো- সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয়দানকারী শহিদুল ইসলাম (মামুন)। সে কুষ্টিয়া জেলার কুমারখালি থানার দমদম গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং তার চালক ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর মহল্লার মৃত আকবর আলীর ছেলে সাইফ ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় হেমায়েতপুর তালতলা এলাকায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে মাইক্রো বাস ভাড়া করতে আসলে আটককৃতদের আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় এলাকার লোকজন তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদেরকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেয়। পরিচয় নিশ্চিত করার জন্য এলাকার লোকজন তাদের আইডি কার্ড দেখতে চাইলে তারা ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে। পরে এলাকার লোকজন তাদের পরিচয় যাচাই করার জন্য হেমায়েতপুর চামড়া শিল্প নগরী ক্যাম্পে নিয়ে গেলে জানা যায় তারা ভুয়া সেনা সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূলত তারা মাইক্রোবাস ভাড়া করার নামে ছিনতাই করতে এসেছিল বলে জানা গেছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, ভুয়া মেজর ও তার চালক পরিচয় দেওয়া দুই প্রতারককে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply