1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 30, 2025, 9:00 pm

জার্মানিতে গাড়ি হামলা : নিহত অনেক

  • আপডেট টাইম : Saturday, April 7, 2018
  • 388

বাংলা ফটো নিউজ : ফের রক্তাক্ত ইউরোপ। ঘটনাস্থল এবার জার্মানির মনস্টার৷ বেপরোয়া গতিতে আসা গাড়ি উঠে গেল ফুটপাতে৷ গাড়ির চাকায় কমপক্ষে তিনজন পিষ্ট হয়ে মারা গেছে। আহত আরও ৬ জন৷ তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ জার্মান পুলিশ জানিয়েছে, কমপক্ষে ৩০ জন আহত হয়েছে৷ এমনকী ঘাতক গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে৷ ফুটপাতে গাড়ি চালিয়ে দেওয়ার পর নিজেকে গুলি করে হত্যা করে। প্রাথমিক তদন্তে পুলিশ দুই জনের জড়িত থাকার কথা জানতে পেরেছে৷ তাদের অনুসন্ধান শুরু হয়েছে।

স্পিগল ম্যাগাজিনের অনলাইন এডিশনে ঘটনাটিকে উগ্রবাদি নাশকতা বলে অ্যাখ্যা দেওয়া হয়েছে৷ তবে সরকারিভাবে এই নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি৷ এটি উগ্রবাদি নাশকতা না দুর্ঘটনা তা নিয়ে ধন্দে পুলিশ৷

বিবিসির খবরে বলা হয়েছে, পুলিশের একজন নারী মুখপাত্র জানিয়েছেন, পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ায় সন্দেহভাজনসহ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, মনস্টার শহরের কায়াপেনকার্ল স্ট্যাচুর কাছে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।

এর আগে, ২০১৬ সালের মার্চে জার্মানির রাজধানী বার্লিনে গাড়ি বোমা বিস্ফোরণে ১২জন নিহত হয়েছিল। জার্মান পুলিশ জানিয়েছে, বার্লিন শহরের পশ্চিমে চারলোটেনবার্গ এলাকায় প্রচণ্ড ব্যস্ত সময়ে বোমার বিস্ফোরণে গাড়িটি বিধ্বস্থ হলে তার চালক নিহত হয়। পুলিশের প্রকাশ করা ছবিতে দেখা গেছে- বিস্ফোরণে গাড়িটির দরজা চুরমার এবং সামনের দিকটা দুমড়েমুচড়ে গেছে। দেড় বছর পর সেই স্মৃতি ফিরে এল আবার !

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews