বাংলা ফটো নিউজ : বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার মাহমুদ ফ্যাশনের শ্রমিক ও স্টাফরা। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
বুধবার (১২ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকেল প্রায় চারটা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে তাঁরা এ বিক্ষোভ করেন।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, বকেয়া বেতনের দাবিতে কারখানার অদূরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়ায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এতে সাড়া না পেয়ে পুলিশ বিকেল চারটার দিকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।
শ্রমিকরা আরো বলেন, আগে নিয়মিতভাবে বেতন পরিশোধ করে আসলেও জানুয়ারি মাস থেকে কারখানার মালিকপক্ষ শ্রমিক ও স্টাফদের বেতন পরিশোধ করছে না। এতে কারখানার শ্রমিক ও স্টাফরা মানবেতর জীবনযাপন করছেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মহাসড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে শ্রমিকদের একাধিকবার সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু তাঁরা রাজি না হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply