1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2025, 7:21 pm

সাভারে গ্যাসের দাবিতে যানবাহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • আপডেট টাইম : Wednesday, May 28, 2025
  • 494

বাংলা ফটো নিউজ : সাভারে সিএনজি পাম্পগুলো থেকে অবৈধভাবে শিল্পকারখানায় গ্যাস বিক্রি বন্ধসহ সাধারণ যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে যানবাহনের শ্রমিকরা।

মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাভারের রেন্ট এ কার ব্যবসায়ী মাইক্রোবাস চালাক ও সিএনজিচালিত যানবাহনের চালকরা।

এসময় বিক্ষোভকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের সাভার পৌরসভা ভবন সংলগ্ন এনার্জি প্লাস লিমিটেড সিএনজি পাম্প এলাকার উভয় পাশের আট লেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে প্রায় সোয়া একঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

এ খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। পরে সাভার মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে রাত ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।

আন্দোলনরত শ্রমিক কবির হোসেনসহ আরো কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে সাভারের সিএনজি পাম্পগুলো অতিরিক্ত মুনাফা লাভের আশায় প্রাইভেট যানবাহনে গ্যাস না দিয়ে শিল্প কারখানার বড় বড় কনটেনারে গ্যাস দিয়ে যাচ্ছে। ফলে ভাড়ায় চালিত মাইক্রোবাস, প্রাইভেটকার, যাত্রীবাহী বাসসহ সকল প্রকার যানবাহন গ্যাস পাচ্ছে না। গ্যাস পেলেও গ্যাসের চাপ পাচ্ছে না। ফলে তারা যাত্রী বা রোগী নিয়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির শিকার হচ্ছেন। আবার মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে প্রথমে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেয়ার চেষ্টা করেন। পরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে পরিবহন শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে চলে যায়। পরে রাত সোয়া ১ ঘণ্টা পর সাড়ে ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews