বাংলা ফটো নিউজ : সাভার সদর ইউনিয়নের নবনির্বাচিত কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মী ও বিবাহিতদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, গত ১৭ মে ঢাকা জেলার উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত ২৪ সদস্য বিশিষ্ট সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়। এরমধ্যে দুইটি পদে দুই ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠেছে। ওই দুইটি পদে রয়েছে সাভার সদর ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আল মমিন আকন ও সহ-সভাপতি মারুফ হাসান। আল মমিন আকন বিবাহিত হয়েও নিজের পরিচয় গোপন করে ছাত্রদলের পদ বাগিয়ে নিয়েছে। এছাড়া সহ-সভাপতি মারুফ হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী বলে জানা যায়। মারুফ হাসান সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভি’র সক্রিয় কর্মী। অভির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায় তাকে। এছাড়ারও মারুফের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে সাভার সদর ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মমিন আকনের মুঠোফোনে যোগাযোগ করে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনের লাইনটি কেটে মোবাইল বন্ধ করে রাখে। সহ-সভাপতি মারুফ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আরো ৬ বছর আগের ছবি। আমি তখন কোনো দলের রাজনীতি করতাম না। যে ডাক দিতো তার সাথেই যেতাম। কিন্তু আমি গত ৫ বছর ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান তিনি।
এদিকে দুইটি পদ নিয়ে বির্তকের বিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, আমাদেরকে স্থানীয় নেতারা যেভাবে তালিকা দিয়েছে আমরা সেইভাবে কমিটি দিয়েছি। কমিটি দেওয়ার পরে আমরা জানতে পারি বিবাহিত ও ছাত্রলীগ থেকে অনুপ্রবেশকারীর বিষয়টি। তবে পরিচয় গোপন করে কেউ যদি প্রতারণা করে পদ নিয়ে থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ কমিটি থেকে বহিস্কার করা হবে বলে জানান তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply