বাংলা ফটো নিউজ : সাভারে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত একটি ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সুইস গিয়ার চুরি এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় সাভারের বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো—সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও সমর। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর এলাকায় যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই চক্রটি প্রতিদিনই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদেরকে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো। বিশেষ করে গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানায় বাহিনীটি। তাদের গ্রেপ্তার করায় মহাসড়ক ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিত নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।
যৌথ বাহিনীর এ অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন ও ক্যাপ্টেন শামীমসহ আশুলিয়া থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
এদিকে, চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং যৌথ বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Leave a Reply